Paykhana Lagse Amar | Model - Sumon | Director - Md Nasir | Nasir Media



Incomplete bowel movement or obstructed bowel movement:- We eat all types of food such as vegetables, fruits and roots, fish, meat. A healthy person normally has bowel movements once or twice a day to two or three times a week. In addition to fish and meat, it is important to have fibrous foods such as vegetables, fruits and drinks in our daily food list. When we have a bowel movement, we usually go to the toilet and have a bowel movement. After defecation we all have a sense of satisfaction of complete evacuation. But when the bowels are hard, straining or rectal pain, everyone suffers. There are some people who do not clear the toilet, sitting in the bathroom for a long time does not complete the toilet. Fragmented stool, that is, there is a little stool and then a little more after trying for a long time. However, the toilet seems to remain inside. Compulsively, many people defecate by pressing on the side of the anus, pulling on both sides of the anus. Because the toilet is not cleared even in this way, many people put their fingers inside the toilet and take out the toilet. For many people, pressing the vagina with a finger clears the bowels. Many of such patients are addicted to laxatives i.e. stool softeners like Regulose, Avolac, Xylose, Duralax etc. Many patients delay going to the office because the toilet is not cleared. Many people keep daily newspapers or story books in the bathroom. Because they have to sit on the toilet for a long time. Many patients feel after a while after using the toilet, the toilet has not cleared. So go back to the bathroom every once in a while. These patients sometimes have blood in the stool and pain or discomfort in the stool. Both men and women suffer from this disease. However, the number of female patients is more. Especially those who have more children, women who have no children also get this disease. Their main symptom is that they feel the urge to defecate naturally, but cannot defecate clearly. In Bangla:

অসম্পূর্ণ মলত্যাগ বা বাধাগ্রস্ত মলত্যাগ:- আমরা সাধারণ খাবার যেমন- সবজি, ফল-মূল, মাছ, গোশত সব ধরনের খাবার খেলে একজন সুস্থ লোক সাধারণ দিনে এক-দুইবার থেকে সপ্তাহে দুই-তিনবার মলত্যাগ করে থাকেন। আমাদের দৈনন্দিন খাবার তালিকায় মাছ-গোশত ছাড়াও আঁশজাতীয় খাবার যথা- শবজি, ফল-মূল ও পানীয় থাকা অত্যাবশ্যক। মলত্যাগের বেগ হলে আমরা সাধারণত টয়লেটে যাই এবং মলত্যাগ করি। পায়খানা করার পর আমাদের সবারই একটা স্বস্তিদায়ক অনুভূতি হয় (sense of satisfaction of complete evacuation)। কিন্তু যখন পায়খানা শক্ত হয়, বেশি কোঁত দিয়ে পায়খানা বের করতে হয় অথবা মলদ্বারে ব্যথা হয় তখন সবারই কষ্ট লাগে। কিছু লোক আছেন যাদের পায়খানা ক্লিয়ার হয় না, অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থেকেও পায়খানা সম্পূর্ণ হয় না। ছেঁড়া ছেঁড়া পায়খানা (Fragmented stool) হয়, অর্থাৎ একটু পায়খানা হয় তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর আবার একটু হয়। এরপরও মনে হয় পায়খানা ভেতরে রয়ে গেছে। বাধ্য হয়ে অনেকেই মলদ্বারের পাশে চাপ দিয়ে, মলদ্বারের দুই পাশে টান দিয়ে পায়খানা করেন। এভাবেও পায়খানা ক্লিয়ার হয়নি বলে অনেকে পায়খানার রাস্তার ভেতর আঙুল দিয়ে পায়খানা বের করেন। অনেকের সন্তান হওয়ার রাস্তায় (Vagina) আঙুল দিয়ে চাপ দিলে পায়খানা ক্লিয়ার হয়। এ জাতীয় রোগীদের অনেকে জুলাপের ওষুধ অর্থাৎ মল নরম করার ওষুধ যেমন Regulose, Avolac, Xylose, Duralax ইত্যাদি খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন। বহু রোগী পায়খানা ক্লিয়ার না হওয়ায় অফিসে যেতে দেরি করেন। অনেকে দৈনিক পত্রিকা বা গল্পের বই বাথরুমে রেখে দেন। কারণ তাদের দীর্ঘসময় টয়লেটে বসে থাকতে হয়। অনেক রোগী টয়লেট করার কিছুক্ষণ পর অনুভব করেন, টয়লেট ক্লিয়ার হয়নি। তাই কিছুক্ষণ পরপর আবার বাথরুমে যান। এসব রোগীর মাঝে মধ্যে পায়খানার সাথে রক্ত যায় এবং পায়খানার রাস্তায় ব্যথা অথবা অস্বস্তি (Discomfort) হয়। এ রোগে মহিলা ও পুরুষ উভয়েই ভোগেন। তবে মহিলা রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে যাদের সন্তান সংখ্যা বেশি, যে মহিলাদের কোনো সন্তান নেই তাদেরও এ রোগ হয়। এদের মূল উপসর্গ হলো তারা পায়খানার বেগ স্বাভাবিকভাবেই অনুভব করেন, কিন্তু পায়খানা ক্লিয়ারভাবে করতে পারেন না।

Post a Comment

Previous Post Next Post