Assalamu Olaikum..... Today 10/11/2021 our youtube channel was almost hacked! Hackers went live on our channel and gave 1 copyright strike to our channel for that live video. Changed our channel name, logo, channel art/cover photo and more.
Alhamdulillah I was able to catch it in time by the grace of God! All of you should pray that our channel does not suffer any harm. Check out some screenshots and all YouTuber brothers and sisters beware. Take care of your channel.
May Allah protect us, Ameen.
In Bangla:-
আসসালামু ওলাইকুম..... আজ ১০/১১/২০২১ তারিখে আমাদের ইউটিউব চ্যানেলটি প্রায় হ্যাক হয়ে গিয়েছিলো! হ্যাকাররা আমাদের চ্যানেল এ ঢুকে লাইভ করেছে এবং ওই লাইভ করা ভিডিওর জন্য আমাদের চ্যানেল এ ১টি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমাদের চ্যানেল এর নাম, লোগো, চ্যানেল আর্ট/কভার ফটো সহ আরও অনেক কিছু চেঞ্জ করেছিলো।
আল্লাহ'র রহমতে সময় মতো ধরতে পেরেছি আলহাম্দুলিল্লাহ! আপনারা সবাই দোয়া করবেন, আমাদের চ্যানেল এর যেনো কোনো ক্ষতি না হয়। কিছু স্ক্রিনশর্ট ছবি দিয়েছি দেখুন এবং সকল ইউটিউবার ভাই ও বোনেরা সাবধানে থাকবেন। আপনাদের চ্যানেল এর প্রতি খেয়াল রাখবেন।
আল্লাহ আমাদের হেফাজত করুন, আমীন।