Four Classes Of Muslims Will Not Be Punished In The Grave! Abdur Razzak Bin Yousuf | Nasir Media


ইসলামে বিশ্বাস করা হয় যে, চারটি শ্রেণীর মানুষকে কবরে আযাব দেওয়া হবে না। ইসলামিক মন্ত্রণা অনুযায়ী, এই চারটি শ্রেণীর মানুষদের কবরে শাস্তির বিষয়ে কোনো আলোচনা নেই বা তাদের উপর শাস্তি নেওয়া হবে না।

ইসলামে চারটি শ্রেণীর মানুষ যথার্থ মুমিন (সত্‌পুরুষ), সৈয়্যারা (আল্লাহর পথে যুদ্ধ করে মারা গেলে অথবা জীবিত অবস্থায় মারা গেলে), আব্দাল (আব্দাল ওলির মতো নতুন মানব মজলিস স্থাপন করে আল্লাহর দ্বীনের কার্যক্রম চালিয়ে যাওয়া লোক), মর্য়া (মারা যাওয়া শিশু)। এই চারটি শ্রেণীর মানুষদের মধ্যে কোনো আযাব বা শাস্তির বিষয়ে কোনো পরিকল্পনা নেই ইসলামে।

এই বিষয়টি উপর ভিত্তি করে বুদ্ধিজীবীদের ইসলামিক ধর্মবলম্বী মন্ত্রণা অনুসরণ করতে পারেন।

In English:-

Islam believes that four classes of people will not be punished in the grave. According to Islamic teachings, there is no discussion of punishment in the graves of these four categories of people or they will not be punished. There are four categories of people in Islam namely Mu'min (good men), Sayyarah (those who die fighting in the way of Allah or die while alive), Abdal (people who continue the work of Allah's religion by establishing new human councils like Abdal Oli), Marya (dead children). There is no plan of punishment or punishment in these four categories of people in Islam. Based on this matter, the intellectuals can follow the teachings of the Islamic religion.

Post a Comment

Previous Post Next Post