Siam Or Fasting Keep Do The This Works | Abdur Razzak Bin Yousuf | Nasir Media


সিয়াম বা রোজা রেখে এই কাজগুলো করুন! আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়া


রমজান মাসের পুরোটা সময় ফজিলত ও বরকতপূর্ণ। এ মাসের সিয়ামের অন্যতম ফজিলত হলো আল্লাহ তায়ালা নিজেই এর প্রতিদান দেবেন।


সিয়ামের মাসে আল্লাহ তায়ালা জাহান্নামিদের মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। এক হাদিসে বর্ণিত হয়েছে, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ কিছু মানুষকে (জাহান্নাম থেকে) মুক্ত করে দেন। (মুসানদে আহমাদ, হাদিস, ২১৬৯৮)


সেহরি খাওয়া


সিয়ামকারির জন্য সেহরি খাওয়া সুন্নত। হজরত আনাস বিন মালেক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও; কারণ সাহরিতে বরকত রয়েছে। (বুখারি, হাদিস, ১৯২৩ মুসলিম, হাদিস, ১০৯৫)


বিলম্বে সাহরি খাওয়া


বিলম্বে সাহরি খাওয়া সুন্নত। হজরত আনাস রা. যায়েদ বিন সাবেত রা. থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাহরি খেলাম। এরপর তিনি নামাজে দাঁড়ালেন। আমি বললাম, আযান ও সাহরির মাঝে কতটুকু সময় ছিল? তিনি বলেন, পঞ্চাশ আয়াত তেলাওয়াত করার সমান সময়। (বুখারি, হাদিস, ৯২১)


তাড়াতাড়ি ইফতার করা


সময় হয়ে যাওয়ার পর দ্রুত ইফতার করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে, যতদিন তারা অবিলম্বে ইফতার করে। (বুখারি, হাদিস, ১৯৫৭, মুসলিম, হাদিস, ১০৯৮)


কাঁচা খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। যদি কাঁচা খেজুর না পাওয়া যায় তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকে তাহলে পানি দিয়ে। 


হজরত আনাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত পড়ার আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকত, তাহলে পানি দিয়ে ইফতার করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস, ২৩৫৬, সুনানে তিরমিজি, হাদিস, ৬৯৬)


আমাদের আরও ভিডিও দেখুন: https://www.youtube.com/nasirmedia 


In English:


The entire month of Ramadan is full of virtues and blessings. One of the virtues of fasting this month is that Allah will reward it.


In the month of Fasting, Allah Ta'ala frees the people of Hell and makes them enter Paradise. It is narrated in a hadith that Allah frees some people (from Hell) every day at the time of Iftar. (Musandeh Ahmad, Hadith, 21698)


Sehri eating


It is Sunnah to eat Sehri for Siamkari. Hazrat Anas bin Malek RA. Narrated from, he said, the Prophet, may God bless him and grant him peace, said, "Eat Sahri; Because Sahri is blessed. (Bukhari, Hadith, 1923 Muslim, Hadith, 1095)


Eating late


It is sunnah to eat sahri late. Hazrat Anas Zaid Bin Sabet RA. Described from He said, We play Sahri with the Prophet (peace and blessings of Allah be upon him). Then he stood in prayer. I said, how much time was between Azan and Sahri? He said, the time is equal to reciting fifty verses. (Bukhari, Hadith, 921)


Fast iftar


It is Sunnah to break fast after the time has passed. The Prophet sallallaahu 'alaihi wa sallam said, people will be in welfare as long as they break their fast immediately. (Bukhari, Hadith, 1957, Muslim, Hadith, 1098)


It is Sunnah to break Iftar with raw dates. If raw dates are not available then use dry dates. If dry dates are not available then add water.


Hazrat Anas described from He said, the Messenger of Allah, may God bless him and grant him peace, used to break his fast with a few raw dates before praying. If raw dates are not available then with dry dates. If there were no dry dates, he would break his fast with water. (Sunan Abu Dawud, Hadith, 2356, Sunan Tirmidhi, Hadith, 696)


Post a Comment

Previous Post Next Post