শিক্ষিত সন্তান | আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়া
সন্তান প্রতিপালন আজকাল মা-বাবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়েছে। কারণ আজকাল ছেলেমেয়েরা একটু বেশি স্বাধীনতা চায়, আর তারা একটু বেশি সংবেদনশীল।
মা-বাবা সন্তানকে খুব বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক। তবে সে ভালোবাসা যেন তার নিজের এবং অন্যের জন্য ক্ষতিকারক না হয় তা মনে রাখা উচিত। অতিরিক্ত আদরে সে যেন অন্যায় কোনো আবদার না করে বসে। তাই ছোটবেলা থেকেই তার এবং আপনার নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন।
কখনোই সন্তানকে অতিরিক্ত শাসন করা উচিত নয়, কারণ অতিরিক্ত শাসন তাকে আপনার থেকে দূরে ঠেলে দেবে। আর সে আপনার কাছে সব কিছু লোকানোর চেষ্টা করবে, যা হয়তো আপনার সন্তানকে নিয়ে যেতে পারে কঠিন পরিণতির দিকে।
আপনিই হতে পারেন আপনার সন্তানের সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত বন্ধু। অবসর সময়ে তার সঙ্গে আড্ডা দিন। খোঁজখবর নিন তার লেখাপড়া আর সহপাঠীদের সম্পর্কে। মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যান। তাহলে সে আপনার সঙ্গে সহজ হতে পারবে আর সব কিছু শেয়ার করতে পারবে।
আপনার সন্তানকে ছোটবেলা থেকেই বড়দের সম্মান আর ছোটদের আদর করতে শেখান।আর এ শিক্ষাটা তার পরিবার থেকেই শুরু করুন। পরিবারের বড়দের কথা মেনে চলা, ছোট ভাই বোনদের সঙ্গে জিনিসপত্র শেয়ার করা।
আমাদের আরও ভিডিও দেখুন: https://www.youtube.com/nasirmedia
In English:
Child rearing has become a major challenge for parents these days. And raising the child as a proper person has become more difficult. Because kids these days want a little more freedom, and they're a little more sensitive.
It is normal for parents to love their children very much. But he should remember that love should not be harmful to himself and others. He should not make any unfair demands with excessive affection. So control his and your own emotions from childhood.
Never over-discipline a child, as over-discipline will push him away from you. And he will try to force everything on you, which may lead your child to dire consequences.
You can be your child's dearest and most trusted friend. Hang out with him at your leisure. Find out about his education and classmates. Take him for a walk sometimes. Then he can be easy with you and share everything.
Teach your child to respect elders and love children from childhood. And start this education from his family. Obeying family elders, sharing things with younger brothers and sisters.