মক্কা ঘরের সামনে গিয়ে কি করবেন? Abdur Razzak Bin Yousuf | Nasir Media

What To Do In Front Of The Mecca House? Abdur Razzak Bin Yousuf | Nasir Media


মক্কা ঘরের সামনে গিয়ে কি করবেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়া


১. হিদায়া গ্রন্থের প্রণেতা শায়খুল ইসলাম বুরহান উদ্দিন আবুল হাসান আলি ইবনে আবু বকর আল-ফারগানি আল-মারগিনানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যখন আল্লাহর ঘর ‘বাইতুল্লাহ’ দৃষ্টি সীমায় আসবে; তখন উচ্চারণ করবে-


                  اَللهُ اَكْبَر এবং لَا اِلَهَ اِلَّا الله


উচ্চারণ: ‘আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ’


২. হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর দেখা মাত্রই বলতেন-


                     بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر


উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’।


মক্কার সামনে গিয়ে দোয়া:-

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারা লানা হাজিহি ওয়ামা কুন্না লাহু মুকরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 

অর্থ : পবিত্র সেই সত্তা, যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করে দিয়েছেন। তাঁর সাহায্য ছাড়া একে বশীভূত করার ক্ষমতা আমাদের ছিল না। আমরা সকলে তাঁরই কাছে ফিরে যাব।

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2