হজে গিয়ে জেদ্দা থেকে যাদের পাপ শুরু হয়! Abdur Razzak Bin Yousuf | Nasir Media

 

Those Who Go To Hajj And Start Their Sins From Jeddah! Abdur Razzak Bin Yousuf | Nasir Media


হজে গিয়ে জেদ্দা থেকে যাদের পাপ শুরু হয়! আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়া


সৌদি আরবে বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে। এ সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। কোনও কিছুতে ধৈর্য হারানো যাবে না। প্রয়োজনীয় কাজ শেষে মুয়াল্লিমের পক্ষ থেকে হজ যাত্রীদের গ্রহণ করা হবে। 


এসময় আরবিতে লেখা মোয়াল্লেমের নম্বরসহ কবজিবন্ধনী (বেল্ট) দেওয়া হবে, তা হাতে পরে নিতে। পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র (যাতে পিলগ্রিম নম্বর, নাম, ট্রাভেল এজেন্টের নাম ইত্যাদি থাকবে) গলায় ঝুলিয়ে রাখতে হবে।


এরপর হজ যাত্রীরা মক্কায় যে বাড়িতে থাকবেন মুয়াল্লিমের গাড়ি তাদের জেদ্দা থেকে সেখানে নামিয়ে দেবে। জেদ্দা থেকে মক্কায় পৌঁছাতে দুই ঘণ্টা সময় লাগবে। চলার পথে তালবিয়া (লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...) পড়ুন।

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2