🙄 আমার আব্বা একদিন আমাকে বলেছিলেন, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই কথাটার আমি দাম দেইনি! সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই কথা আমি ফেরত পায় নাই, এর সংশোধন কি দিয়ে হবে পৃথিবীতে এমন কোন পথ নাই। সেটা সংশোধন করা এক মিনিটের জন্য যদি সময় থাকতো, তাহলে এটা আমি সংশোধন করতাম। আমার বাপের এই পাঞ্জাবি খারাপ লাগে, এটা আমি বুঝতে পারিনি তখন। পাঞ্জাবি ছিল মোটা কাপড়ের। এটা আমাকে খুব কষ্ট দেয়, আমার জীবনে বেঁচে থাকার যতদিন আছে, সবচেয়ে আমার বাপের এই কথাটা আমার কাছে কষ্টকর। আমাকে বলছে পাঞ্জাবিটা ভারি লাগে, আমি কথার তখন কান দিতে পারিনি। কাপড় তো ভালো, কিন্তু ভারি বলেছে। এই কথাটার আমি হিসাব দিতে পারি না।
ভিডিওটি আপলোড করা হয়েছে।
Website: https://nasirmediabd.blogspot.com
Tags:
Post