😮💦 ভালোভাবে ওজু করলে সব পাপ মাফ! 🕌 বললেন: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ!


😮💦 ভালোভাবে ওজু করলে সব পাপ মাফ! 🕌 বললেন: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ!

💧 যখন তুমি সালাতের ইচ্ছা পোষণ করবে তখন ভালো করে অজু করে নিও। ভালো ওযুর কথাটি আমাদের সেই পবিত্রতা থেকে শুরু হয়েছে। যখন থেকে আমরা আলোচনা করছি, ওজুর মাঝে মধ্যেই ভালো অজুর কথা আমাদের কাছে এসে লাগছে হাদিসের ভিত্তিতে। তাতে আমরা বুঝেছি যে, তিনবার করে অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার নাম ভালো করে অযু। তাতে আমরা বুঝেছি, ভালো করে অযু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায়! তাতে আমরা বুঝেছি, ভালো করে অযু করলে লোকটি হয়ে যায় সেইদিনের মত, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে! নিষ্পাপ হয়ে যায়! তাতে আমরা বুঝেছি, ভালো করে অযু করলে লোকটির মরে যাওয়া ভালো! লোকটির বেঁচে থাকা ভালো! তার উভয় সমান! ভালো ওজুর ফলাফল অনেক। আল্লাহর রাসূল বলেছেন, সুন্দর করে, ভালো করে, অজু করো। ❤️


⬆ ভিডিওটি আপলোড করা হয়েছে, আমাদের ফেইসবুক পেইজ https://www.facebook.com/nasirmedia এবং ইউটিউব চ্যানেল https://www.youtube.com/nasirmedia এ। 


#nasirmedia #abdurrazzakbinyousuf #islamicpost

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2