যে আমলে হযরত বেলাল প্রিয় নবীর আগে জান্নাতে গেলেন!
হযরত বেলাল (রাদিয়াল্লাহু আনহু) মসজিদে নববীর মুয়াজ্জিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে বেলাল (রাদিয়াল্লাহু আনহু) কে তার বিশেষ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এ কারণে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে হযরত বেলাল জান্নাতে প্রবেশ করেন।
হযরত বেলালের বিশেষ সময় বর্ণনাকারী হাদীসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হযরত বেলালের দুটি বিশেষ আমল ছিল সহজ সরল। এ পর্যবেক্ষণের মাধ্যমে মুসলিম উম্মাহ সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসে এসেছে:-
"হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদাহ তাঁর পিতার কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন সকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন-
‘হে বেলাল! কি এমন কাজ করে তুমি জান্নাতে আমার আগে চলে গেলে? আমি গত রাতে (স্বপ্নে) জান্নাতে প্রবেশ করলে তোমার (পায়চারির/জুতার) শব্দ আমার সামনে থেকে শুনতে পেলাম!’
বেলাল (রাদিয়াল্লাহু আনহু) বললেন, ‘হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
* আমি যখনই আজান দিয়েছি, তখনই ২ রাকাআত নামাজ পড়েছি।
* আর যখনই আমি অপবিত্র হয়েছি তখনই আমি সঙ্গে সঙ্গে অজু করে নিয়েছি।
এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এ কাজের জন্যই। (জান্নাতে আমার আগে আগে তোমার শব্দ শুনলাম)। (ইবনে খুজায়মা, সহিহ তারগিব)"
উল্লেখিত হাদিসের আলোকে বুঝা যায়, মুমিন ব্যক্তির ওজু ছুটে গেলে পুনরায় ওজু করা এবং আজানের পর মসজিদে গিয়ে ২ রাকাআত নামাজ আদায়ে অনেক ফজিলত ও মর্যাদা রয়েছে। যা প্রিয়নবি হাদিসে বর্ণনা করেছেন। আর এ দুটি কাজ (বার বার ওজু ও নামাজ আদায়) প্রত্যেক মানুষের জন্যই অনেক সহজ।
তাই মুমিন মুসলমানের উচিত ওজু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ওজু করে নেয়া। আর আজান হলে মসজিদে গিয়ে প্রথমেই ২ রাকাআত নামাজ আদায় করে নেয়া।
In English:
During that time Hazrat Belal went to heaven before the beloved Prophet!
Hazrat Belal (radiyallahu anhu) is the muezzin of the Prophet's Mosque. Rasulullah sallallahu alayhi wasallam asked Belal (radiyallahu anhu) one morning about his particular matter. Because of this, Hazrat Belal entered Paradise before the Prophet, may God bless him and grant him peace.
The hadith describing the special time of Hazrat Belal is very important for the Muslim Ummah. Because Hazrat Belal's two special actions were simple. Through this observation, the Muslim Ummah can easily enter Paradise. It is mentioned in the hadith:-
"Hazrat Abdullah Ibn Buraydah narrated from his father, who said, One morning the Messenger of Allah, may God bless him and grant him peace, called Hazrat Bilal Radiyallahu Anhu and said:
Hey Belal! What do you do when you go to heaven before me? When I entered Paradise last night (in a dream) I heard the sound of your (footsteps/shoes) in front of me!'
Belal (radiyallahu anhu) said, 'O Messenger of Allah! (peace be upon him)
* Whenever I give adhan, I pray 2 rakats.
* And whenever I became impure I immediately performed ablution.
Hearing this, the Messenger of God, may God bless him and grant him peace, said, 'For this purpose. (I heard your voice before me in Paradise). (Ibn Khuzaimah, Sahih Targhib)"
In the light of the mentioned hadith, it can be understood that there are many virtues and dignity for a believer to perform ablution again if his ablution runs out and to go to the mosque and pray 2 rakats after the adhan. Which Priyanbi narrated in hadith. And these two actions (repeated ablution and prayer) are very easy for every human being.
Therefore, a believing Muslim should perform ablution again as soon as the ablution runs out. And when the adhan is called, go to the mosque and pray 2 rakat first.
For English Visit Link: https://shrinkme.us/nWpdg8X