তিন ভাই ১টি কুরবানীর গরু কিনলেন কেনো? বললেনঃ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।


যেহেতু বড় নেকি যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে একাধিক কিনবে একথাই ঠিক। সারাজীবন তিন ভাই তিন জায়গায় থাকলেন ঢাকায় চাকরি করলেন কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা তিন ভাই একটা গরু কিনি। আপনাদের অর্থ সম্পদও পৃথক ব্যাংক একাউন্টও পৃথক, আজকে কোন দুঃখে তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন? হ্যাঁ আমার পরামর্শ শোনেন তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন সেটা আপনার আব্বার নামে করেন। আর আপনারা তিন ভাই মিলে তিনটা ছাগল কুরবানী করেন তাহলে সবারই হল। দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা, এটাই হতে হবে আপনি কম দামে কিনেন, দেখে শুনে বাজারে যেয়ে একটা ছোট্ট ছাগল কিনেন, দাত হয়েছে বেশ সুন্দর ঝগঝকে 10 হাজার, 12 হাজার, 15 হাজার, কিনেন। ভুল পথে যাচ্ছেন কেন? সারাজীবন ভিন্ন থাকলেন কুরবানিতে এক হয়ে গেলেন। আপনি বুঝলেন নিজের মত, আল্লাহ বুঝে না? আপনি গোস্তের জন্য কুরবানী করতে চাচ্ছেন কেন? এইখান থেকে ফিরে আসতেই হবে। ফিরে আসতেই হবে। ইন্শাআল্লাহ।

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2