বিবাহ করেছেন বউ বাড়িতে থাকবে আপনার। আপনার মায়ের কাছে থাকবে।বিদেশে থাকেন বউকে শাশুড়ির কাছে রেখেছেন কেন? বিদেশে আছেন পাঁচ-দশ বছর থাকেন। বউ আপনার শাশুড়ির কাছে কেন? আপনার মায়ের কাছে থাকবে। আপনার বউ যদি কারো সাথে গল্প করে। আর এটা যদি আপনার শাশুড়ি দেখে, তাহলে বলবে এই কথা বলা হয় না। আর যদি আপনার মা দেখে কারো সাথে প্রেমের গল্প করছে, তাহলে আপনার মা অজ্ঞান হয়ে যাবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা হল শাশুরি, এটা হল মা। একাউন্ট মায়ের নামে খুলিয়েন, বউয়ের নামে খুলিয়েন না। টাকা বেশি হলে বউ পালিয়ে যাবে। 💯✅
ভিডিওটি আপলোড করা হয়েছে।
#nasirmedia #abdurrazzakbinyousuf #everyone
Tags:
Post